SREEPUR MUNICIPALITY শ্রীপুর পৌরসভা
মেনু নির্বাচন করুন
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ০৬ অক্টোবর ২০২০

মেয়র

একবিংশ শতকে তথ্য প্রযুক্তির উন্নয়ন দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে। সুশাসনের নিশ্চিন্ত পরশ, সরকার পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্তচিকরণ, কর্মের ক্ষেত্রকে সচ্ছতায় ঘিরে রাখার পরিবেশ সৃষ্টিতে এ সরকারের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে । তাই বিশ্বের সাথে উন্নয়নের মহাসড়কে সমান গতিতে চলার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার । ইন্টারনেট সমগ্র পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে । সরকার দেশ এর সকল কর্মকাণ্ডকে একই নেটওয়ার্ক এর আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করেছে । সরকারের সকল কার্যক্রমকে যখন কম্পিউটার ভিত্তিক বা ডিজিটাল নেটওয়ার্ক এর আওতায় নিয়ে আসা হবে তখন তথ্য আদান প্রদান এর প্রত্যেক ক্ষেত্র সকল নাগরিকের জন্য উম্মুক্ত হয়ে যাবে। উন্নয়ন এর দিকসমূহ তখন যেমন চিহ্নিত করা অতি সহজ হবে, তেমনি উন্নয়ন এর বাধা সমূহ ,উন্নয়ন পদক্ষেপ গ্রহনের ভুল ত্রূটি সমূহ অতি সহজে ও দ্রুততার সাথে চিহ্নিত করে মোকাবেলা করা যাবে ।